রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে একটি সোনার খনির বাঁধ ধসে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে পানিতে ভেসে গেছে শ্রমিকদের দুটি আবাসস্থল । এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিঁখোজ রয়েছেন বলে রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার সকালে মস্কো শহর থেকে ৩ হাজার ৪০০ কিলোমিটার পূর্বে ক্রাসনোয়ারস্ক রাজ্যের শ্যাচিটিংকিনো অঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটির সেইবা নদীর বাঁধ ভেঙে শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।