Corona Vaccine
ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে এসেছে ১ হাজার করোনা ভ্যাকসিন

ভারত বায়োটেকের তৈরি কোভিড প্রতিষেধক কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল নাইসেডে শুরু হচ্ছে। ইতোমধ্যেই হায়দরাবাদ থেকে ১ হাজার টিকা রাজে নিয়ে আসা হয়েছে। নাইসেড সূত্রে খবর অন্তত হাজার জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে এই টিকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ট্রায়াল শুরু হচ্ছে।

নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বলেন, ‘‌নাইসেডে কো-ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে, সেই খবর প্রকাশ্যে আসতেই আমাদের কাছে প্রচুর ফোন এসেছে। প্রচুর মানুষ স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন।’‌

কিন্তু ট্রায়ালের জন্য কাদের বাছাই করা হবে?‌ নাইসেড সূত্রে জানা গেছে, প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। ফোনে যাঁরা যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে। নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থেকে বেছে নেওয়া হবে স্বেচ্ছাসেবকদের। আগে করোনা আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তি ট্রায়ালে অংশ নিতে পারবেন না। অন্তঃসত্ত্বাদেরও বাদ দেওয়া হবে। ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে হওয়া যাবে স্বেচ্ছাসেবক। একবার স্বেচ্ছাসেবক হলে নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না ১ বছর।

নাইসেডের তরফে জানানো হয়েছে, ‌মোট দু’‌টি ডোজ দেওয়া হবে ২৮ দিনের ব্যবধানে। গোটা প্রক্রিয়া শেষ হতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। সূত্রের দাবি, ট্রায়ালে অংশ নিতে পারেন কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ।