RBI has decreased repo rate. An estimated Rs 50,000 crore financial package has been announced by RBI for small and medium industry.
অর্থনীতি দেশ

রাজ্যগুলিকে নির্দেশ দিল আরবিআই

ব্যাঙ্কের ঝামেলা লেগেই আছে। ইয়েস ব্যাঙ্কের চলতি সংকটের জেরে সাধারণ মানুষের মধ্যে বেসরকারি ব্যাঙ্কে অর্থের সুরক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। টাকা জমা রাখা কতটা নিরাপদ তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এবার সক্রিয় হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানাচ্ছে, বেসরকারি ব্যাঙ্কের গ্রহণযোগ্যতা ঘিরে অকারণে এমন একটি নেতিবাচক বাতাবরণ তৈরি করা হচ্ছে। তাই বেসরকারি ব্যাঙ্কে গচ্ছিত টাকা তুলে না নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে আরবিআই। সেই চিঠিতে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা অন্য ব্যাঙ্ককে সরিয়ে নিলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে। এমন কোনও পদক্ষেপ না করার জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে রাজ্যগুলির কাছে আবেদন করা হয়েছে।
জানা গিয়েছে, বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্কের দায়িত্ব আরবিআই নিজের হাতে তুলে নিয়েছে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার উপরে আপাতত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার প্রেক্ষাপটে রাজ্যগুলিকে এই নির্দেশিকা পাঠাল রিজার্ভ ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কে গচ্ছিত আমানত সম্পূর্ণ সুরক্ষিত বলে আশ্বস্ত করেছে তারা।