আন্তর্জাতিক

রাজার পোশাকে পাক সঞ্চালক!‌

খবরের সংগ্রহের খাতিরে সম্রাট সেজে নেটিজেনদের বিনোদন দিলেন পাকিস্তানের এক সাংবাদিক। পরনে রাজার পোশাক। হাতে তলোয়ার। আর খাপ থেকে সেই তলোয়ার বের করে হুঙ্কার ছেড়ে খবর পরিবেশন করলেন তিনি। কপি সাজানোর জন্য সঞ্চালকের পেছনে দাঁড় করানো হয়েছে আরও দু’‌জনকে। তাদের পরনেও রাজ পোশাক। যেন সভা–পারিষদ।
আমিন হাফিজ নামে, জিও নিউজের ওই সাংবাদিক রাজসিক বেশে সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা গিয়েছে, মাথায় রাজসিক পাগড়ি, হাতে তরোয়াল আর দুদিকে দু’‌জন সান্ত্রী নিয়ে দাঁড়িয়ে আমিন হাফিজ। তাঁর পেছনে লাহোর ফোর্টের হেঁসেল। যেখানে চলছে বিয়ের আয়োজন। পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজের নামডাক রয়েছে। তিনিই রাজার পোশাক পরে, গলায় মুক্তোর মালা দিয়ে, হাতে তলোয়ার নিয়ে খবর পরিবেশন করলেন।
জানা গিয়েছে, এই ফোর্ট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে। কিন্তু বিপজ্জনক ওই বাড়ি, এমনটাই উল্লেখ ফোর্টের বাইরে। ফলে ওই ফোর্টে কোনও অনুষ্ঠানের আয়োজন মানে, সরকারি নিষেধের লঙ্ঘন করা। এই খবর করতেই রাজসিক বেশে ওই দূর্গের সামনে হাজির হয়েছিলেন আমিন হাফিজ। আগেও তাঁকে খবর পরিবেশনের সময় আজব কাণ্ডকারখানা করতে দেখা গিয়েছে। একবার তো পশুপাচার নিয়ে খবর পরিবেশনের সময় গাধার পিঠে চড়ে বসেছিলেন তিনি। এদিন লাহোর কেল্লা থেকে রিপোর্টিং করলেন তিনি।
এই ভিডিও টুইটারে ছাড়া মাত্রই ২.৫ লক্ষ নেটিজেন দেখে নিয়েছেন। ৩ হাজার লাইকও পড়ে গিয়েছে। এই ভিডিও দেখে বেশ মজা উপভোগ করেন নেটিজেনরা। রক্ষণাবেক্ষণের অভাবে সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখন ভগ্নপ্রায় দশা।