বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া শিবিরের সেনাপতির অনুষ্ঠান রয়েছে গঙ্গাধারের মিলেনিয়াম পার্কে। তাঁকে স্বাগত জানাতে মিলেনিয়াম পার্কে ঢোকার মুখের টিকিট কাউন্টারের রং হালকা কমলা থেেক করা হয়েছিল গেরুয়া। সৌজন্যে কলকাতা পোর্ট ট্রাস্ট। আর এই গেরুয়া রং নিয়ে আপত্তি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মিলেনিয়াম পার্কে লেগে গিয়েছে রাজনীতির রং। আর সে কারণে তড়িঘড়ি গেরুয়া রঙের উপরে দেওয়া হল সাদা রঙের পোচ।
সূত্রের খবর, মিলেনিয়াম পার্কের ওই রং বদলের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছতেই বিরক্ত হন তিনি। রীতিমতো ক্ষুব্ধ হয়ে ঘনিষ্ঠ মহলে তিনি জানতে চান, রাজ্যকে না জানিয়ে এমন সিদ্ধান্ত কলকাতা পোর্ট ট্রাস্ট নিল কীভাবে? মিলেনিয়াম পার্কের ভবনটি এতদিন নীল–সাদা রঙয়েরই ছিল। ১১ জানুয়ারি মিলেনিয়াম পার্কে হাওড়া ব্রিজের নতুন শব্দ–আলো ব্যবস্থার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেজে উঠছে মিলেনিয়াম পার্ক। তবে বিতর্ক তৈরি হয়েছে রং নিয়ে।
মুখ্যমন্ত্রীর আপত্তি কানে পৌঁছয় বন্দর কর্তৃপক্ষের। তড়িঘড়ি গেরুয়া রঙের ওপর পড়ে সাদা রঙের পোচ। পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, কলকাতা পুরসভার সঙ্গে এবিষয়ে একাধিকবার বৈঠক করা হয়েছিল। এখনও কাজ চলছে। যা রং ছিল তাই থাকবে। বাকি জায়গায় আগের রং হলুদ–মেরুনই থাকছে। দেশের প্রাচীনতম কলকাতা বন্দরের জন্য তৈরি হয়েছে থিম সং। সেটিরও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। গানটি গেয়েছেন শান, সুর দিয়েছেন থ্রি ইডিয়টস খ্যাত শান্তনু মৈত্র।
জানা গিয়েছে, শনিবার বিকেলে দমদম বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী৷ সেখান থেকে প্রথমে পেন্টিং মিউজিয়ামের উদ্বোধনে তিনি যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। এরপর হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থার উদ্বোধনের জন্য মিলেনিয়াম পার্কে যাবেন তিনি। পরে বেলুড় মঠ হয়ে রাজভবনে যাবেন।