লিড নিউজ

রবিবার রামলীলা ময়দানে ঐতিহাসিক শপথ কেজরিওয়ালের

আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। ১৬ ফেব্রুয়ারি রবিবার। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে। আজ বুধবার দিল্লির উপ–রাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে সাক্ষাৎ করে শপথের দিনক্ষণ জানিয়ে এসেছেন কেজরিওয়াল। হ্যাট্রিকের পর এই জয় মানুষের বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তিনি। তাই মানুষকে ধন্যবাদ জানাতে রামলীলা ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে বলে সূত্রের খবর।
আজ রাজভবনে গিয়ে উপ রাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে সাক্ষাৎ করেন অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ১৫ মিনিট কথা হয় দু’জনের। তার পরেই আম আদমি পার্টি (আপ) সূত্রে জানানো হয় রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আপ প্রধান। লোকসভা নির্বাচনে তেমন ফল করতে পারেনি আপ। তারপর আট মাস ধরে ক্রমাগত পরিশ্রম করে মানুষের মন জয় করে নিয়েছে কেজরিওয়াল ও তাঁর দল। সেই ফসলই এবার ঘরে তুলেছে আপ। গেরুয়া বাহিনীকে পর্যদুস্ত করে ফের দিল্লির মসনদ দখল করল অরবিন্দ কেজরিওয়াল। এই বিপুল পরিমাণ জয় তিনি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান। তাই এই পরিকল্পনা করেছেন বলে খবর।
আপ সূত্রে খবর, কংগ্রেস–সহ বিরোধী সব দলের নেতা–নেত্রীদের আমন্ত্রণ জানানো হবে। থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে আগে দলনেতা নির্বাচন, সরকার গঠনের দাবি জানানো–সহ যাবতীয় সাংবিধানিক প্রক্রিয়ার পর্ব সারা হওয়ার পরেই আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে। রবিবার স্কুল, কলেজ, অফিস ছুটি থাকে। ফলে রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান করলে যানজট হবে না। মানুষকে অসুবিধায় পড়তে হবে না। আর ছুটির দিন থাকায় কাজ ফেলে রেখে মানুষকে এখানে হাজির হতে হবে না। ফলে এখানেও তিনি মানুষের কথা ভেবেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।