সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই স্টেজে উঠে কান ধরে উঠবস করলেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। গোটা কাণ্ড দেখে উপস্থিত সবাই হতবাক।
রোহিত শেট্টির নতুন ছবি ‘সূর্যবংশী’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবির প্রোমোশনের জন্য অক্ষয় ও অজয় সকাল ৬টায় সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন। আর সেই প্রোমোশনেই রণবীর সিং দেরি করে এসে পৌঁছলেন। প্রোমোশনে দেরি করে আসার কারণেই রণবীরকে শাস্তি দিলেন অক্ষয়। রণবীর সিং স্টেজেই কান ধরে উঠবস করলেন।