মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা কেটি হিল। তার এক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার তিনি এই ঘোষণা দেন। কংগ্রেসে নিজ অফিসের এক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের জেরে হিলের বিরুদ্ধে তদন্ত চলছে। হাউস এথিক্স কমিটি এই তদন্ত করছে। ৩২ বছর বয়সী হিল ডেমোক্রেটিক দলের সদস্য। তিনি ২০১৮ সালের নভেম্বরে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। হিল তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যে টুইটারে পোস্ট করেছেন। তিনি বলেছেন, পদত্যাগের সিদ্ধান্তটি তাঁর নির্বাচনী আসন, সেখানকার জনগণ ও দেশের জন্য উত্তম বলে তিনি বিশ্বাস করেন। তবে চলার পথে ভুল-ভ্রান্তির জন্য তিনি তার পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন। কংগ্রেসের এথিক্স কমিটি গত বুধবার জানায়, হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা অভিযোগটি তদন্ত করছে। জানা যায়, হিল তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন। তিনি তার বিরুদ্ধে নোংরা প্রচারণারও অভিযোগ তুলেছেন। এ জন্য তিনি স্বামীকে দোষারোপ করেছেন। বলেছেন, তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের জন্য তিনি আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছেন।