আন্তর্জাতিক

যুবরাজের বিরুদ্ধে ফোন হ্যাকের অভিযোগ!‌

বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। সম্পত্তির পরিমাণ প্রায় ১০৯৬০ কোটি ডলার। আর তাঁর মোবাইল হ্যাক করলেন খোদ সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। এই মুহূর্তে এটাই চাঞ্চল্যকর খবর।
এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয় ওই সংবাদপত্রটিতে। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে ‘অ্যামাজন’ কর্তা জেফ বেজোসের ফোন হ্যাক করা হয়েছিল। কীভাবে হ্যাকিং করা হয়েছিল তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই রিপোর্টে। বলা হয়েছে, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি এনক্রিপ্টেড ভিডিও ফাইল পাঠানো হয়েছিল জেফ বেজোসের অ্যাকাউন্টে। তার কয়েক ঘণ্টার মধ্যেই বেজোসের ফোন থেকে যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়।
২০১৯ সালেই স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ হয় জেফ বেজ়োসের। এরপরই মার্কিন টেলিভিশন উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে পরকীয়া জড়ান তিনি। এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। নিরপেক্ষ তদন্তের দাবি তোলে সলমনের প্রশাসন। কারা তাঁর ফোন হ্যাক করেছিল, জানার জন্য বেজোস তদন্তকারীও নিয়োগ করেন। সেই তদন্তকারী সংস্থার প্রধান গাভিন দ্য বেকার ওয়েবসাইট ‘দ্য ডেলি বিস্ট’–এ বলেন, ‘এটা স্পষ্ট, এমবিএস (সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নামের তিনটি আদ্যক্ষর) ‘ওয়াশিংটন পোস্ট’কেই তাঁর সবচেয়ে বড় শত্রু মনে করেছিলেন। তাই সৌদি সরকারই বেজোসের ফোন হ্যাক করিয়েছিল, অ্যামাজন-কর্তার গোপন খবরাখবর জানতে।’