বিশ্বের প্রথম ‘যোনি জাদুঘর’ হতে যাচ্ছে যুক্তরাজ্যে। আগামী ১৬ নভেম্বর গণ-অর্থায়নের প্রচারণায় লন্ডন ভিত্তিক এই জাদুঘরটি উদ্বোধন করা হবে। আইসল্যান্ডে ২০১৭ সালে পুরুষদের গোপনাঙ্গ নিয়ে একটি জাদুঘর নির্মিত হওযার পর নারীযোনি নিয়ে জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেন এই জাদুঘরের পরিচালক ফ্লোরেন্স স্কেচার। তিনি বলেন, শরীর এবং নারীঅঙ্গ নিয়ে নানা ভ্রান্তি দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়স কিংবা লিঙ্গের প্রতিবন্ধকতা নয়; এটা সবার জন্যই। এই জাদুঘর পরিবার এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য শিশুবান্ধব হবে।