ব্রেকিং নিউজ রাজ্য

যাদবপুরে র‍্যাগিং ও ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা কলকাতা পুলিশের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এবার ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, পড়ুয়া মৃত্যুর ঘটনায় পকসো ধারা সংযুক্ত করার জন্য শুক্রবারই আলিপুর আদালতে আবেদন জানানো হয়। এরপর এদিন দুপুরে সেই আবেদন মঞ্জুর করে আদালত। ধৃতদের আদালতে তোলা হলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সকলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে, পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই রিপোর্টেই বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে পুরোপুরি বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি হস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকেও হস্টেল ছাড়তে বলা হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ছাত্রমৃত্যুর ঘটনায় ১৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সমস্ত বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। এমনকী লিখিতভাবেও উত্তর জমা নেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রিপোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিক সুপারিশ করেছে কমিটি। এছাড়া যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কমিটির তরফে। এর পাশাপাশি র‍্যাগিং-এ অভিযুক্ত বেশ কয়েকজন ছাত্রকে সেমিস্টারের জন্য সাসপেন্ড করার কথাও বলা হয়েছে ওই রিপোর্টে।