বাংলাদেশ

যাদবপুরের প্রাক্তনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিতে চলেছেন অধ্যাপিকা ডক্টর শিরীণ আখতার। বর্তমানে বাংলাদেশের এই সরকারি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের দায়িত্বে আছেন তিনি।
কে এই শিরীণ আখতার?‌ শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭৮ সালে স্নাতক এবং ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। ১৯৯৬ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৬ সালে তাঁকে অধ্যাপিকা পদে উন্নীত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয সূত্রে খবর, ২০১৬ সাল থেকে তিনি ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ে সহ–উপাচার্য পদে নিয়োগ করা হয়। তবে স্থায়ী উপাচার্যের অনুপস্থিতির কারণে গত ১৩ জুন থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব সামলাচ্ছিলেন বাংলার এই অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে তাঁকে উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তা তালিকায় ছিলেন শিরীণ আখতার। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর।