আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথে বাধা হয়ে দাঁড়াল পাকিস্তান। নরেন্দ্র মোদীকে তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিল না পাকিস্তান। সৌদি আরবে সফরের সময় প্রধানমন্ত্রীর বিশেষ বিমান যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে, সেই অনুরোধ করেছিল দিল্লি। তা নাকচ করে দিয়েছে ইমরান খানের দেশ। কারণ হিসেবে জম্মু–কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান। তবে এটাও বিশ্বের দরবারে নজির হয়ে রইল যে তারা শান্তি চায় না।
এদিকে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বিবৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। জম্মু–কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাই পাক আকাশসীমা নিয়ে তাঁদের এমন সিদ্ধান্ত। কাশ্মীরিদের সমর্থনে রবিবার কালা দিবস পালন করছে পাকিস্তান। যদিও ৩৭০ ধারা বিলোপে তাদের আপত্তি কেন? তা জানাতে পারেননি এখনও।
অন্যদিকে পাক আকাশসীমা ভারতের প্রধানমন্ত্রীকে ব্যবহার করতে দেওয়া হবে না, তা লিখিত আকারে ভারতীয় হাই কমিশনকে জানানো হয়েছে বলে জানান কুরেশি। সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্যিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি সৌদি নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকা সফরের সময়ও মোদীকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান।
