বিনোদন

মেয়ের সঙ্গে প্রেম করলেই শাস্তি

শাহরুখ খানের মেয়ে সুহানা। প্রায়ই নানা কারণে খবরের শিরোনাম হন। কখনও খোলামেলা পোশাক পরে বাবার সঙ্গে পার্টিতে, কখনও সমুদ্র সৈকতে বিকিনি পরে ঘোরাঘুরি কিংবা কখনও বন্ধুদের সঙ্গে আড্ডায়। ফটোগ্রাফারদের ক্যামেরা পিছু ছাড়ে না তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল হয়।

শাহরুখের আদেশ, পড়ালেখা শেষ করে তবেই গ্ল্যামার জগতে পা রাখতে হবে সুহানাকে। শাহরুখের মেয়ে সেই পথেই হাঁটছেন। মন দিয়ে পড়ালেখা করেই এখন কাটছে সময়। না আপাতত এর বাইরে আর কিছুই নয়। এমনকি সুহানা যেন কারও প্রেমে না পড়েন, এ ব্যাপারেও বাবার কড়া নিষেধ আছে।

কিছুদিন আগে এক অনুষ্ঠানে সুহানার কাছে প্রশ্ন করা হয়, ‘কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান?’ সুহানার উত্তর দিয়েছিলেন ‘সাউথ কোরিয়ার পপসিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেইয়ন, যিনি স্টেজে সাহু বলে অতি পরিচিত।’ তারও আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি হৃদ্যতা তৈরি হয়েছে সুহানার। এদিকে শাহরুখ খান জানালেন মেয়ের প্রেমের ব্যপারে ভীষণ কড়া তিনি। কফি উইথ করণ অনুষ্ঠানে শাহরুখ জানান, যদি কেউ তার রাজকন্যা সুহানার ঠোঁটে চুমু খেতে চায় তখন তিনি সেই ঠোঁট উপড়ে ফেলবেন।

শাহরুখ খান বলেন, ‘মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো, এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব।’ শাহরুখ কন্যা লন্ডনের আর্ডিংলি কলেজে পড়েন। তিনি আপাতত সেখানেই থাকেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখছেন সেখানেই।