মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতী। আর তার জেরে শোরগোল পড়ে গেল ব্যস্ত সময়ের মেট্রোয়। তখন গীতাঞ্জলি স্টেশনে হইহই কাণ্ড বেঁধে যায়। যদিও মেট্রো কর্মীদের তত্পরতায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে যুবতীকে। এই ঘটনায় ফের ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। কিছুক্ষণের জন্য মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
মেট্রো সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে গীতাঞ্জলি স্টেশনের ডাউন লাইনে আসা মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২৫ বছরের এক যুবতী। তবে চালকের তত্পরতায় তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যুবতীটি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনও অজানা। সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
তবে অফিস টাইমে এই ঘটনার জেরে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। তবে মহানায়ক উত্তমকুমার থেকে নোয়াপাড়া পর্যন্ত উভয় লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।