ফের মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হলেও মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কাউকে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। তার ফলে একদিকে চাঞ্চল্য তৈরি হয়, অন্যদিকে সময় নষ্ট হওয়ায় নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।
মেট্রো সূত্রে খবর, ঘটনার জেরে দমদম ও কবি সুভাষের মধ্যে থমকে যায় মেট্রো চলাচল। অফিসের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বহু নিত্যযাত্রী। উল্লেখ্য, অক্টোবর মাসেও মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক প্রৌঢ়। গীতাঞ্জলি স্টেশনে ওই ঘটনা ঘটে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকমের ব্যবস্থা শুরু করেন তাঁরা। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকালের ওই ঘটনার পর সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হলেও তার কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়।
