চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৬। আর ৪৫১৫ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। আক্রান্তের সংখ্যা রাতারাতি ৩ হাজার থেকে পৌঁছেছে সাড়ে ৪ হাজারে। চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুধুমাত্র হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার।
তিব্বত ছাড়া এখনও পর্যন্ত চীনের সব প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনার খবর মিলেছে। চীনের বাইরে এখনও পর্যন্ত যে সব জায়গায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, সেগুলি হল–থাইল্যান্ড (৭), জাপান (৩), দক্ষিণ কোরিয়া (৩), আমেরিকা (৩), ভিয়েতনাম (২), সিঙ্গাপুর (৪), মালয়েশিয়া (৩), নেপাল (১), ফ্রান্স (৩), অস্ট্রেলিয়া (৪) ও শ্রীলঙ্কা (১)।
এদিকে ইজরায়েল প্রশাসন নির্দেশিকা জারি করে নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া চীনে যেতে নিষেধ করছে। চীনে আটকে থাকা নাগরিককে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ফ্রান্স এবং স্পেন। চীন সরকার নাগরিকদের বিদেশ ভ্রমণ আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়েছে। অভিবাসন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত পারাপারের বিষয়টির দিকেও কড়া নজর রাখা হচ্ছে।