আন্তর্জাতিক স্বাস্থ্য

মৃত্যুর সংখ্যাটা আজ ৫৬০!‌

করোনাভাইরাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে চীনে। গত ২৪ ঘণ্টায় ফের অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর মিলল। ফলে বৃহস্পতিবার তা বেড়ে হয় ৫৬০। এই পরিস্থিতিতে এবার সার্জিক্যাল মাস্ক–সহ চিকিৎসার সরঞ্জামের আকাল শুরু হয়েছে। মাস্কের জন্য লম্বা লাইন উহানে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার।
জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে চীনের ১৯টি শহর বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উড়ানের পাশাপাশি ট্রেন–বাস–ফেরি–সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ। স্কুল–কলেজ–অফিস বন্ধ। ১ দিনের শিশুর দেহেও করোনা সংক্রমণ ধরা পড়েছে উহানে। ফলে হইচই শুরু হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানান, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল।
সরকারি পরিসংখ্যান বলছে, মৃতের সংখ্যা ৫৬০ জন। আক্রান্তের সংখ্যা আরও ২৮ হাজার। মৃতদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। ভাইরাসের মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট শি চিনফিং জানান, রোগ নিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন দাঁড়িয়ে চীন। এই অবস্থায় স্থানীয় প্রশাসনকে তিনি অনুরোধ্, ভাইরাস আক্রান্তের খবর পাওয়া মাত্র যেন দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করা হয়। এই রোগ নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার উপরেও জোর দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই ভাইরাসের মোকাবিলা করতে চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তাঁরা।