মুম্বাইয়ের বসতিপূর্ণ এলাকায় ময়ূর ঢুকে পড়েছে। মুম্বাইয়ের বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনির এমনই একটি সুন্দর ছবি বলিউড অভিনেত্রী জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জুহি চাওলার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার বাড়ির ছাদেও ময়ূর এসে বসেছে। এ অভিনেত্রীর পোস্ট করা ছবির নিচে অনেকেই কমেন্ট করেছেন।
কেউ লিখেছেন, ‘ওরা খুঁজতে বেরিয়েছে মানুষরা সব কোথায় গেল? ‘। কেউ আবার লিখেছেন, ওরা ভাবছে ‘দু-পা যুক্ত বাঁদরগুলো সব কোথায়?” কেউ আবার লিখেছেন, ‘মানুষ যখন ভাইরাস হয়ে ওঠে তখন করোনাই হল ভ্যাকসিন।”
প্রসঙ্গত, জুহি চাওলা নিজেও লন্ডনে ছিলেন। গত ২০ মার্চ তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। তারপর থেকে বাড়িতেই বন্দী রেখেছেন নিজেকে।