লিড নিউজ

মুখ্যমন্ত্রীকে বিজেপিতে যোগের প্রস্তাব!‌

নজিরবিহীন ঘটনা ঘটল বিধানসভায়। শুক্রবার হঠাৎই মুকুল রায় পৌঁছে গেলেন বিধানসভায়। দু’বছর পর এই প্রথম। মুকুল রায় যতদিন তৃণমূলের সাংসদ ছিলেন, তখন বিধানসভা চলাকালীন মাঝেমধ্যে সেখানে যেতেন। দিদির সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সরকার গড়ার পরেও মুকুল রায়কে কয়েকবার বিধানসভায় দেখা গিয়েছে। কিন্তু এদিন বিধানসভায় গিয়ে জানান, বিজেপিতে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী যদি বিজেপিতে যোগদান করতে চান, তবে তাঁকে স্বাগত। বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বিজেপিতে যোগদানের প্রস্তাবই দিয়ে এলেন মুকুল রায়!‌
শুক্রবার বিধানসভার বারান্দার চেনা ছবিটাই অচেনা হয়ে উঠল। কারণ শাসকদলের নেতা–মন্ত্রীরা লুকোচুরি খেলতে শুরু করে দিল। কারণ মুকুল দা পাছে ডেকে ফেলে, সে জন্য সবাই পর্দার আড়ালে লুকিয়েছেন। কিন্তু বিধানসভায় মুকুল রায়ের আসার কারণ কী?‌ সূত্রের খবর, মুকুলকে জেলে ঢোকাতে চেয়েছিল রাজ্য সরকার। মুকুল জামিন নিয়ে দেখাতে এসেছেন, কুমির তোমার জলে নেমেছি। এটা তৃণমূলের আত্মবিশ্বাস ঘেঁটে দেওয়ার কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত। তবে তাঁকে দলের নিয়ম মেনে আসতে হবে। পার্টির নীতি, আদর্শ মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি বলেন, আমি ভারতীয় জনতা পার্টি করব। তাহলে আমার ধারণা, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সমর্থন করবে।’‌ বিধানসভা কক্ষের বাইরে একটি ঘরে বসে মুকুল রায় যখন এই কথা বলছেন, তখন ভেতরে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই থেমে থাকেননি মুকুল রায়। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এই সরকার ক’‌দিন থাকে? দেখুন! মন্ত্রীরা কী বলছেন? খোঁজ নিন।