আন্তর্জাতিক

মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

মুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইন সিও লুলা দা সিলভা । দেড় বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। দুর্নীতির দায়ে পাওয়া সাজা সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর গতকাল শুক্রবার মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়ে আসার সময় হাজারো মানুষ করতালি দিয়ে স্বাগত জানায় লুলাকে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিটিবা নগরীর ফেডারেল পুলিশ সদর দপ্তর থেকে বেরিয়ে আসার সময় কালো টি-শার্ট ও স্যুট–জ্যাকেট পরে ছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা। এ সময় সমর্থকদের উদ্দেশে হাত তুলে বিজয় চিহ্ন দেখান তিনি। প্রতি উত্তরে ওয়ার্কস পার্টির সদস্য এবং সমর্থকেরা তাঁকে ‘ভালোবাসা’র চিহ্ন দেখান।