পরিচালক রমেশ ছিপ্পি এবার বলিউডে এক ব্যতিক্রমী প্রেমকাহিনী আনছেন। ছবির নাম ‘শিমলা মির্চি’। সম্প্রতি এটির ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে ব্যতিক্রমী ওই প্রেমের এক ঝলক দেখা গেছে। ‘শিমলা মির্চি’-তে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এবং এ প্রজন্মের রাজকুমার রাও ও দক্ষিণী ছবির তারকা রাকুলপ্রীত সিংকে। ছবিতে একজন সিঙ্গল মাদারের চরিত্রে হেমা রয়েছেন। তার মেয়ের ভূমিকায় রাকুলপ্রীত। ছবির কাহিনীতে তাদের দুজনকেই রাজকুমার রাওয়ের প্রেমে পড়তে দেখা যাবে। শুরুতে মেয়েকে প্রোপোজ করার সময় আই লাভ ইউ বলতে গিয়ে রাজকুমারের তোতলামি। তারপর চিঠি পাঠালে সেটি মায়ের হাতে গিয়ে পড়ে। সেই থেকেই নতুন চরিত্র গল্পে ঢুকে পড়ে।
তিনজনের মধ্যে ভুল বোঝাবোঝি এবং শেষে বিয়ের জন্য বাড়িতে কথা বলতে যাওয়া। সেখানেও হেমার মুখে ব্যঙ্গাত্মক মন্তব্য রয়েছে। তবে পুরোটাই মজার মোড়কে। এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর হেমা মালিনী পর্দায় ফিরছেন। ২০১১ সালে অমিতাভ বচ্চনের ‘বুডঢা হোগা তেরা বাপ’ ছবিতে তাকে শেষ দেখা গিয়েছিল। এরপর এই ছবিতে। ২০১৪ সালে শুরু হয়েছিল ‘শিমলা মির্চি’র শুটিং। পরিচালক রমেশ সিপ্পি অনেকদিন আগেই শেষ করেছেন শুটিং। আগামী ৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।