বন্ধ ঘরের মেঝেতে পড়ে রয়েছে মায়ের পচাগলা দেহ। পাশে দেহ আগলে দাঁড়িয়ে রয়েছে ছেলে। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে লেকটাউন থানার অন্তগর্ত ৩ নম্বর পল্লিশ্রী পল্লিতে। এই ঘটনায় রবিনসন স্ট্রিটের ছায়া দেখছে স্থানীয়রা। পাশের ঘর থেকে পচা গন্ধ পেয়ে দেখতে আসে প্রতিবেশীরা। তাঁরা ঘরে ঢুকে হতবাক হয়ে যান এই কাণ্ড দেখে।
সূত্রের খবর, এই ঘটনা দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে কমলা দেববর্মন(৭৫) নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু কী হয়েছিল আসলে? পুলিশ সূত্রে খবর, পল্লিশ্রী পল্লির একটি তিনতলা বাড়ির নিচের তলায় থাকতেন কমলা দেববর্মন। সঙ্গে থাকতেন তাঁর একমাত্র ছেলে। প্রতিবেশীরা জানান, কোনও কাজই করতেন না ছেলে। সারাদিন নেশা করে থাকতেন। মৃত ওই বৃদ্ধার স্বামী কাজ করতেন কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে। স্বামীর মৃত্যুর পর তাঁর পেনশনেই সংসার চলত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছেলে শুভকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাতে ঘর থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে বৃদ্ধার দেহ। গায়ে পিঁপড়ে ধরেছে। খাটের ওপরে শুয়ে রয়েছে ছেলে। ছেলের দাবি মা বেঁচে রয়েছে। এসব দেখে পুলিশে খবর দেওয়া হয়।
