‘ইনডিসেন্ট প্রপোজাল’ ও ‘ডিসক্লোজার’ নব্বই দশকের জনপ্রিয় দুটি চলচ্চিত্র। তখন তরুণ ছিলেন ডেমি মুর। সম্প্রতি ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী অবশ্য লেখক হিসেবে আলোচনায় রয়েছেন। নিজ স্মৃতিকথা নিয়ে লেখা ‘ইনসাইড আউট’-এ ডেমি মুর জানিয়েছেন জীবনের ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’য় তিনি জানান, একদিন নিজ অ্যাপার্টমেন্টে ফিরে দেখেন তাঁর অপেক্ষায় রয়েছেন এক বয়স্ক মানুষ। এই লোক জানায় তাঁর (ডেমি মুর) মা ৫০০ ডলারের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তাঁকে। এরপর সেই ব্যক্তি ধর্ষণ করেন ডেমি মুরকে। ১৫ বছরের সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডেমি মুর বলেন, ‘ওটা ছিল ধর্ষণ এবং এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। সেই মানুষটির কথায় একটাই প্রশ্ন মাথায় আসছিলো। নিজের মায়ের দ্বারা ৫০০ ডলারে বিক্রি হয়ে গণিকায় পরিণত হতে কেমন লাগছে?’
এ সময় ডেমিকে জিজ্ঞাসা করা হয়, আসলেই তার মা ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিকিয়ে দেন কিনা? এর উত্তরে ডেমি বলেন, ‘আমি আসলে জানি না। তবে এটি সত্য ঐ ব্যক্তি আমার মা’র পরিচিত ছিলো। আর আমার মায়ের কারণেই ঐ ব্যক্তি অ্যাপার্টমেন্টের চাবি খুলে প্রবেশ করতে পারে।’ এই স্মৃতি কথায় মাদকাসক্ত হয়ে পড়ার কথা, গর্ভপাতের কথা থেকে শুরু করে অনেক বিতর্কিত তথ্য প্রদান করেন ডেমি মুর। বইটিকে নিজের মা ও তিন মেয়ের প্রতি উৎসর্গ করেছেন মার্কিন এই অভিনেত্রী।