ভারত–প্রশান্ত মহাসাগরীয় জোটের শরিক হিসেবে ভারত–মার্কিন সেনার মহড়া বরাবর নতুন আঙ্গিক যোগ করে। ২০১৮ থেকে ফের যৌথ সেনা মহড়া শুরু করেছে দুই দেশ। সেই মহড়ার শেষ দিনে মার্কিন বাদ্যযন্ত্রে শোনা গেল ভারতীয় জাতীয় সংগীতের সুর। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুসজ্জিতভাবে দাঁড়িয়ে মার্কিন সেনার ব্যান্ড। ইনস্ট্রাকটরের নির্দেশনায় স্যাক্সোফোন, ড্রাম বাদ্যযন্ত্রে ফুটে উঠল জন গণ মন সুর। ওয়াশিংটনে যৌথ মহড়ার শেষ দিনে বিশেষ উপহার দিল মার্কিন সেনা। ইউএস আর্মির ভারতের জাতীয় সংগীত বাজানোর ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।
যৌথ মহড়ার নাম, যুদ্ধ অভ্যাস ২০১৯। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসাবে একসঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন ও ভারতীয় সেনা। শেষ দিনটি স্মরণীয় করে রাখতে তাই ভারতীয় সেনার জন্য জন গণ মন বাজায় মার্কিন সেনা। এর আগে অসম রেজিমেন্টের গান গাইতে দেখা গিয়েছিল মার্কিন সেনাবাহিনীকে। ভারত–মার্কিন যৌথ মহড়া বিশ্বের বৃহত্তম যৌথ সেনা মহড়ার মধ্যে অন্যতম। এই নিয়ে ১৫তম মহড়ায় অংশ নিল দুই দেশ।