জেলা রাজ্য

মাধ্যমিকের খাতা রাস্তায় পড়ে!‌

কয়েকদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর ইতিমধ্যেই শুরু হয়েছে খাতা দেখা। আর তারই মধ্যে বিপত্তির খবর হল, মাধ্যমিকের হারিয়ে যাওয়া ৭৩টি উত্তরপত্র উদ্ধার হল রাস্তা থেকে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জে। পথচলতি এক ব্যক্তি সেই খাতা দেখতে পেয়ে বাড়িতে এনে রাখেন।
এই ঘটনা ফের পরীক্ষার্থীদের খাতার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। কী করে পরীক্ষার খাতা রাস্তায় গড়াগড়ি খেল?‌ ওই ব্যক্তি দেখতে না পেলে খাতাগুলি রাস্তায় পড়ে নষ্ট হতো। তাহলে কিসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা নম্বর পেত?‌ জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সরকার।
খাতা হারিয়ে যাবার পর পুলিশ তুফানগঞ্জ জুড়ে মাইকিং শুরু করে। অসমের আগমনীর বাসিন্ধা বাঞ্চা সাহা গত শুক্রবার রাতে আত্মীয়ের বাড়িতে আসার সময় পথে খাতা ভর্তি ব্যাগ দেখতে পান। তিনি বাড়িতে নিয়ে রেখে দিয়েছিলেন। পরে মোবাইলে খবরটি দেখে ওই ব্যাগটি খুলে দেখেন তাতে রয়েছে খাতা। খোঁজ নিয়ে তিনি পরে খাতা গুলি তুলে দেন শিক্ষকের হাতে।