২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছেন না নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেএমনটাই জানিয়েছেন তিনি। সাকিবের শাস্তি হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার জন্যও তিনি অনুরোধ করেছেন। সাকিব বলেন, ২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছিনা আমি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি৷ ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর সন্দেহভাজন এক ক্রিকেট বুকির সঙ্গে যোগাযোগের জের ধরে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে দু’বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
