যোগী রাজ্যে এবার সিএএ বিক্ষোভকারীদের উপর অভিনব কায়দায় নিপীড়ন করা হল। লখনউ–এর ঐতিহাসিক ঘড়িঘরের সামনে অবস্থানে বসা ৫০ জন মহিলা বিক্ষোভকারীর কম্বল এবং খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে গেল পুলিশ। রাতের অন্ধকারে মহিলা বিক্ষোভকারীদের লেপ–কম্বল কেড়ে নিয়ে গেল পুলিশ। কেড়ে নেওয়া হল থালা, বাসন, খাবারও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে যোগী সরকারের দমননীতির তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের কনকনে ঠান্ডায় সবাই লেপ, কম্বল নিয়ে রাত জাগছিলেন। তাঁদের বিপদে ফেলতেই এই কাজ করেছে পুলিশ বলে অভিযোগ। রবিবার লখনউ পুলিশের সাফাই, ঘড়িঘরের সামনে অবৈধভাবে প্রতিবাদ দেখাচ্ছিলেন কয়েকজন। বিনা অনুমতিতেই তাঁবু খাটানোর চেষ্টা করছিলেন। সেখানে কয়েকজন কম্বল বিতরণ করছিলেন এবং যাঁরা বিক্ষোভকারী নন, তাঁদের মধ্যেও অনেকে সেই কম্বল নিতে এসেছিলেন।
উল্লেখ্য, সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় পাঁচ শতাধিক মহিলা গত একমাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অনুপ্রেরণাতেই শুক্রবার থেকে জমা হয়েছিলেন উত্তরপ্রদেশের মহিলারা। ছিল কচিকাঁচারাও। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে লেপ–কম্বল নিয়ে বসেছিলেন তাঁরা। পুলিশের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। উত্তরপ্রদেশ পুলিশকে ‘কম্বল চোর’ বলেছেন নেটিজেনরা।
রবিবার সকাল থেকে ফের চলছে সিএএ–এনআরসি বিরোধী বিক্ষোভ চলছে। আলিগড়ে এদিন ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোর জন্য ৬০ জন মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের দেশজুড়ে ধিক্কৃত হচ্ছে যোগীর পুলিশ প্রশাসন। কড়া সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
