মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ছবির নাম ‘সারে জাহা সে আচ্ছা’। রাকেশ শর্মার চরিত্রে কে অভিনয় এ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রথমে আসে শাহরুখ খান ও ভিকি কৌশলের নাম। তবে শেষ পর্যন্ত ‘মহাকাশে যাওয়ার প্রস্তুতি’ নিচ্ছেন সলমন খান।
জানা গেছে, ছবির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর স্বয়ং সলমনের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন। ছবির গল্প সলমনের নাকি বেশ মনেও ধরেছে। এখনও এই ছবির জন্য তিনি ‘ হ্যাঁ ‘ বলেননি তবে ছবির গোটা চিত্রনাট্য শুনতে চেয়েছেন।
বলিউডের একটি ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে সারে জাহা সে আচ্ছা। ছবিতে মহাকাশ এবং ভিএফএক্সের কারিকুরি ছাড়াও রয়েছে একটি আবেগাত্মক গল্প। মহেশ মাথাই ছবিটি পরিচালনা করবেন। বায়ুসেনার সাবেক বিমানচালক এবং ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার জীবনীর ওপর ভিত্তি করে নির্মিতব্য এ ছবির আরেক প্রযোজক রনি স্ক্রুওয়ালা।