মর্মান্তিক বললেও কম বলা হবে। সাইক্লোন রেমালে ভাঙা গাছ কাটতে গিয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।
পূর্ব বর্ধমানের মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা ও ছেলে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলের। সবমিলিয়ে রেমালের প্রভাবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
জানা গেছে, সোমবার সকালে মেমারি থানার কলানবগ্রামের কোঙারপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় ফড়ে সিং (৬৪) ও তার ছেলে তরুণ সিংয়ের (৩০)।
মৃতের ভাইপো বাপন সিং বলেন, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রথমে তার কাকা ফড়ে সিং বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা ও ছেলে—দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।