রাজ্য

মঙ্গলে শুরু মাধ্যমিক, বন্ধ ইন্টারনেট!‌

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ভেতরে শিক্ষক, শিক্ষিকারা মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। এমনকী কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা স্মার্ট ওয়াচ মিললেই তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল হয়ে যাবে। সোমবার সাংবাদিক সম্মেলনে করে সাফ জানালেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। তিনি বলেন, এই ব্যাপারে রাজ্যের সব কটি শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, দু’‌ ঘণ্টার জন্য সাত জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট। মঙ্গলবার সকাল ১০.৩০টায় প্যাকেটে করে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। সকাল ১১.৪০ নাগাদ প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। ১১.৫০ নাগাদ উত্তরপত্র সরবরাহ করা হবে। মাধ্যমিক পরীক্ষার সময় নকল রুখতে ১১.৪৫ থেকে ২ ঘণ্টার জন্য ৭ জেলায় ইন্টারনেট বন্ধ থাকবে।
এবার মোট ১০,১৫, ৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যা আগেরবারের তুলনায় ৩৩০০০ জন কম। পাসের হার বাড়ার ফলেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি। পরীক্ষা হচ্ছে ২৮৩৯টি কেন্দ্রে। প্রত্যেকটি মূল কেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন সরকারি আধিকারিক, সেই স্কুলের প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকা এবং একজন অতিরিক্ত ইন–চার্জ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। মাধ্যমিকে এবার ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯। কন্ট্রোল রুম দিনরাত খোলা থাকছে। কোনও সমস্যা হলে এই দুই নম্বরে ফোন করতে পারেন, ০৩৩–২৩৫৯–২২৬৪, ০৩৩–২৩৫৯–২২৭৪।