কমল হাসানের ছবি শুটিংয়ে দুর্ঘটনা। চেন্নাইয়ে ইন্ডিয়ান–২ ছবির শুটিং চলাকালীন লাইট সেট আপ ভেঙে মৃত্যু হয়েছে তিন জনের। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা কমল হাসান। নির্দেশক শংকর নিজেও প্রাণে বেঁচেছেন। তবে তিনিও গুরুতর জখম। পরিচালক ছাড়াও শুটিং ফ্লোরের আরও ১০ কর্মী আহত হয়েছেন বলে তামিল এক টিভি চ্যানেলের খবরে দাবি করা হয়েছে। শংকরের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা কমল হাসান।
জানা গিয়েছে, চেন্নাইয়ের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ১৫০ ফুট উঁচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট আপ ভেঙে পড়ে। চাপা পড়ে কম বেশি আহত শুটিং ফ্লোরে থাকা আরও ১০ জন কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে কমল হাসানের ছবি ইন্ডিয়ান টু–র সেটে। হাসপাতাল সূত্রে খবর, তিন জনের মৃত্যু হয়েছে। তিন জনই সহকারি পরিচালক বলে খবর। ছবির শুটিং চলার সময় বুধবার বেশি রাতে ১৫০ ফুট উঁচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়েই শুটিং স্পটে থাকা একাধিক জন জখম হন। তাঁদের মধ্যে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও সরকারিভাবে এখনও দুর্ঘটনার কথা স্বীকার করা হয়নি। ইভিপি ফিল্ম সিটিতে এই ছবিটির দৃশ্যগ্রহণ চলছিল। কমল হাসান অভিনীত মেগা বাজেটের এই ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। একাধিক ভাষায় ছবিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সাল থেকে ইন্ডিয়ান ২–র শ্যুটিং শুরু হলেও নানা সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি।
