বাংলাদেশ

ব্যালট ফেরানোর দাবি তুলল বিএনপি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল বিএনপি। দলের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি সভানেত্রীর গুলশালের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।
এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে সংশয় প্রকাশ করেছে খালেদা জিয়ার দল। এছাড়া ইভিএমে যথেষ্ট কারচুপির সুযোগ রয়েছে জানিয়ে চিরাচরিত ব্যালট পেপারেই ভোট করানোর পক্ষে জোর সওয়াল করেছে তারা। সেদেশের শাসক দল আওয়ামি লিগকে জেতানোর জন্যই কমিশন তড়িঘড়ি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে বলে তাদের অভিযোগ।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ৩০ জানুয়ারি একই দিনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরশনের ভোট নেওয়া হবে বলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কেএম নূরুল হক ঘোষণা করেন। তিনি জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ঢাকাবাসী তাঁদের অধিকার প্রয়োগ করবেন।