আন্তর্জাতিক

বোল্টনকে বহিষ্কার করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করেছেন। মঙ্গলবার বোল্টনকে বহিষ্কার করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, জন বোল্টনের মতের সঙ্গে তিনি ‘পুরোপুরি দ্বিমত’ পোষণ করেন। এ জন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি বলছে, ট্রাম্প টুইটে লিখেছেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউসে তাঁর আর প্রয়োজন নেই।’ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক তৃতীয় উপদেষ্টা ছিলেন বোল্টন। এর আগে একই পদে ছিলেন মাইকেল ফ্লিন ও এইচআর ম্যাকমাস্টার। জন বোল্টন এক টুইটে বলেছেন, সোমবার রাতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ট্রাম্পের কাছে পদত্যাগ পত্র দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হবে।