লিড নিউজ

বৃষ্টির কাঁটা নিয়েই শুরু সরস্বতী পুজো

পঞ্চমীর সকালে মেঘে ঢাকা আকাশ। বৃষ্টিস্নাত পরিবেশেই সবাই মেতেছে বীণাপাণির আরাধনায়। বিক্ষিপ্ত বৃষ্টি মাথায় নিয়েই আরাধ্য দেবীর উপাসনা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সাতসকালেই ঝেঁপে বৃষ্টি নামল। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দাপট অনেকটাই বেশি। তুলনায় পশ্চিমাঞ্চল আর অন্যান্য কিছু জেলাতে দাপট কিছুটা কম। তবুও সরস্বতী পুজোর সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মোটামুটি সর্বত্র।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মেঘ–বৃষ্টির পালা শুরু হওয়ায় উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়েছে। ফলে রাতের তাপমাত্রা ১৬–১৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকাল থেকে সেই বৃষ্টি চলে এল কলকাতায়। হালকা বৃষ্টি নয় এটি। মূলত মাঝারি বৃষ্টি হচ্ছে, সঙ্গে অল্প সময়ের জন্য কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। বইছে দমকা হাওয়াও।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। তবে মাঝেমধ্যে বৃষ্টি থামবে, রোদের দেখাও মিলতে পারে। রাজ্যে যে বৃষ্টি শুরু হয়েছে তার কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। তা তৈরি হলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উঠে আসবে। উপর থেকে আসা পশ্চিমী বায়ুর সঙ্গে মিলেমিশে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে ও ফের পড়বে জাঁকিয়ে ঠান্ডা।