দেশ

বীরাপ্পনের মেয়ের বিজেপি যোগ!‌

জঙ্গল কাঁপত একসময় তার নামে। বাঘে–হরিণে একঘাটে জল খেত তার ডাকে। হ্যাঁ, সে চন্দন দস্যু বীরাপ্পন। এবার ফের চর্চায় চন্দন দস্যু বীরাপ্পন। কারণ বীরাপ্পনের মেয়ের রাজনীতিতে যোগ দিচ্ছেন। আর তা নিয়েই তুমুল চর্চা চলছে দেশজুড়ে। নাম–বিদ্যা রানি। তিনি অবশ্য মূলস্রোতেই আছেন। বাবার মতো ডাকাত দলে নাম লেখাননি। কিন্তু আছে তেজস্বী ভাব।
তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে বিজেপি’‌র একটি অনুষ্ঠানে গিয়ে যোগ দেন বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি। ওই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণান। সেখানে আরও এক হাজার অন্যান্য দলের সদস্য যোগ দেন। কিন্তু চর্চার শিখরে রাধারানী। যদিও তিনি চুপচাপই ছিলেন বেশিরভাগ সময়ে বলে খবর।
বিজেপিতে যোগ দেওয়ার পর বিদ্যা বলেন, ‘‌আমি সমাজের গরীব এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই। জাতি–ধর্ম নির্বিশেষ আমি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক পরিষেবা চালু করেছেন। আমি সেই পরিষেবা এবং প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’‌