ব্রেকিং নিউজ

বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি–চুঁচুড়া!‌

নৈহাটি না নাগাসাকি!‌ প্রচণ্ড তীব্রতায় বাজি বিস্ফোরণ ঘটল নৈহাটিতে। নৈহাটি থেকে উদ্ধার হওয়া বাজি ও বিস্ফোরক পুলিশ নিষ্ক্রিয় করতে গেলে তা প্রবল শব্দ করে ফেটে যায়। তাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। ক্যামেরাবন্দি হয়েছে আকাশে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার ছবি। ভয়াবহ সেই ছবি সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয় করার ক্ষেত্রে কোনওরকম নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দিকে উঠেছে গাফিলতির আঙুল।
নৈহাটির রামঘাটে গঙ্গার পাড়ে গত তিন–চার দিন ধরেই বাজি নিষ্ক্রিয় করার কাজ করছিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড শব্দ করে বাজিতে বিস্ফোরণ ঘটে যায়। সাদা ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়িয়ে পড়ে আকাশে। বিস্ফোরণের তীব্রতায় দেওয়ালে ফাটল ধরে বেশ কয়েকটি বাড়িতে। গঙ্গার অন্য পাড়ে চুঁচুড়াতেও কয়েকটি বাড়ির কাঁচ ভেঙে যায় বলে খবর। উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির অ্যাজবেস্টসের ছাদ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈহাটির সাইরাজ এলাকা।
জানা গিয়েছে, কেঁপে ওঠে চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে থাকা হেরিটেজ বিল্ডিং, চুঁচুড়া কোর্ট এবং জেলাশাসক ভবন। একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। ভেঙে পড়ে পুরসভার জানলার কাঁচ। বিকট আওয়াজের তীব্রতায় চুঁচুড়া হাসপাতালের ভেতরে ব্লাড ব্যাঙ্কের ঘরের কাচও ভেঙে পড়ে। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েন। স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন চন্দননগরের এসপি। উপযুক্ত সাবধানতা ছাড়াই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি নিষ্ক্রিয়করণের কাজ চলছিল বলে অভিযোগ বাসিন্দাদের। পুলিশের দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অবস্থা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যান উচ্চপদস্থ কর্তারাও। পুলিশের গাফিলতির জেরেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি তাদের। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন।