রাজ্য

বিষ খাইয়ে সারমেয় নিধনের অভিযোগ!‌

ফের নৃশংসভাবে নিধন করা হল সারমেয় শাবকদের। বাঁশদ্রোণীতে ইলেকট্রিক শক দিয়ে ৬টি কুকুরকে মেরে ফেলার রেশ কাটতে না কাটতেই শহরে ফের কুকুর নিধন। এবার পাঁচটি সারমেয় শাবককে বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল যাদবপুরে। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে ১০০ ডায়াল করে বিষয়টি সম্পর্কে জানান এলাকার বাসিন্দারা। এমনকী গোটা ঘটনাটির ফেসবুক লাইভ’‌ও করেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ পশুপ্রেমিদের আবেদনে ঘটনাটির তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, যাদবপুর থানা এলাকার ঘোষ পাড়ার যুবক পার্থ ঘোষ ইতিমধ্যেই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পার্থবাবু বলেন, ‘‌যেখানে কুকুরের শাবকগুলি মৃত অবস্থায় পড়েছিল, সেখানে ভাত পড়েছিল। কেউ বিষ মেশানো খাবার খাইয়ে কুকুরগুলিকে হত্যা করেছে।’‌ সারমেয় শাবকের দেহগুলি অবশ্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৪২৮ ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ১০ টাকা বা তার বেশি মূল্যের কোনও প্রাণীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা বা ক্ষতিসাধন করার ধারায় মামলা রুজু হয়েছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছরের জেল এবং জরিমানা হবে। সারমেয় শাবকগুলির মৃত্যু কীভাবে হয়েছে?‌ তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে।