আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় একসঙ্গে ৯ জনের মৃত্যু!‌

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। সাউথ ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বিমান দুর্ঘটনায় নিহত হলেন কমপক্ষে ৯ জন। এদের মধ্যে দু’‌জন শিশুও রয়েছে। প্রাণে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন। বিমানটির নাম প্যালিটাস পিসি–১২। এই ঘটনায় এখন শোকের ছায়া এলাকায়।
মার্কিন বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও ওই বিমানটি শনিবার আকাশে ওড়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ। কিন্তু ওড়ার পরই হঠাৎ বিমানটি কেন ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত করা হচ্ছে। ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার পরই সেটি ভেঙে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে। বিমানবন্দর থেকে এক কিলোমিটারের মধ্যেই বিমানের ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, এই বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বিমানের চালকও। বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন। যে তিনজন বেঁচে গিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই বিমানটির গন্তব্য ছিল ইডাহো জলপ্রপাত। তাই তার অবতরণের কথা ছিল ইডাহো বিমানবন্দরে। কিন্তু তা পৌঁছতে সক্ষম হয়নি বিমানটি।