বিনোদন

বিনোদন জগতে পদ্মশ্রী পেলেন যারা

এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম শনিবার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার সাতজনকে পদ্ম বিভূষণ, ১৬ জনকে পদ্ম ভূষণ এবং ১১৮ জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হবে। বিনোদন জগতের পাঁচ জনকে দেওয়া হবে পদ্মশ্রী।

এ বছর পদ্মশ্রী পাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এছাড়াও আছেন পরিচালক তথা প্রযোজক একতা কাপুর, চলচ্চিত্রকার করন জোহর, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি ও গায়ক সুরেশ ওয়াদেকর।
সরকারের ঘোষণার পর কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি অভিভূত। ধন্যবাদ জানিয়েছেন দেশকে এবং সেই সব মহিলাদের যারা স্বপ্ন দেখতে ভয় পান না। ধন্যবাদ জানিয়েছেন সেই সব মেয়েদের…মায়েদের যারা আমাদের স্বপ্ন দেখান, যারা ভবিষ্যতের কারিগর।