করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এমনকী চীনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে সাধারণ মানুষের কাছে আবেদন করেছে বাংলাদেশ সরকার। অত্যন্ত প্রয়োজন ছাড়া বিদেশে ভ্রমণকালীন সতর্কতা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
চীনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা আগেই জারি করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাপিয়ে গিয়েছে। চীনের বাইরে এখনও পর্যন্ত দেড় হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইটালিতে ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। পরিস্থিতি অনেকটাই উদ্বেগের ইরানে। সেখানে এখনও পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় ক্রমেই বাড়ছে নভেল করোনাভাইরাস আতঙ্ক। সে দেশে ১৬৯টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০২ দাঁড়িয়েছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন।