করোনা ঠেকাতে বিমান থেকে বিমানবন্দরে নামলেই যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেতে হবে। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশের আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিজ্ঞপ্তি জারি করে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারীর আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতি ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীকে দুটি কোয়ারান্টাইনের দায়িত্ব দিয়েছে সরকার।
বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শেষে স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্বাচিত ব্যক্তিদের বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারান্টাইনে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম, কোয়ারান্টাইনে খাওয়া থেকে আনুষঙ্গিক বিষয়ের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, যে সব এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বা পড়ার সম্ভাবনা রয়েছে সেই এলাকা প্রয়োজনে লকডাউন করা হবে। বিশ্বব্যাপী ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।