বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী হল পারদ। রাজ্যের বাকি জেলায় শীত এখনও চললেও কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এবারের মতো শীত বিদায়ের সময় এসে গিয়েছে। সপ্তাহান্তে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
এদিন দিল্লির সঙ্গে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় পার্থক্য ছিল মাত্র দু’ডিগ্রির। দিল্লিতে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে রাতের তাপমাত্রা বাড়বে। ১৬–১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অনেকটাই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার জোর সম্ভাবনা।
এদিকে কলকাতায় পারদ বাড়লেও, রাজ্যের পশ্চিমাঞ্চলে কিন্তু শীতের প্রকোপ এখনও রয়েছে। এদিন পানাগড়ের তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে এদিন তাপমাত্রা ১০ থেকে ১২ মধ্যে ছিল। বৃহস্পতিবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি। কোচবিহার আর জলপাইগুড়ির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮-৯ ডিগ্রির মধ্যে। দুই শৈলশহর দার্জিলিং আর কালিম্পংয়ে তাপমাত্রা ছিল যথাক্রমে ৬.২ আর ৭.৫ ডিগ্রি।
অন্যদিকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। পাওয়া যাবে বসন্তের ছোঁয়া। শনিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ঘরে আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬–১৭ ডিগ্রির ঘরে উঠতে পারে।