রাজ্য

বিজেপি’‌র হাতে নিগৃহীতা যাদবপুরের অধ্যাপিকা

বিজেপি’‌র একটি সভাকে ঘিরে উত্তেজনা ছড়াল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায়। ওই সভা চলাকালীন এক অধ্যাপিকাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াও। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় যাদবপুরে। ঘেরাও করা হয় যাদবপুর থানা। অভিযুক্তদের চিনিয়ে দিলেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। যার প্রতিবাদে যাদবপুর থানা ঘেরাও করেন বাম কর্মী সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
ঠিক কী ঘটেছিল?‌ জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের সমর্থনে একটি সভা করছিল বিজেপি। সেখানেই হামলার মুখে পড়েন অধ্যাপিকা দয়িতা মজুমদার। অধ্যপিকার অভিযোগ, সভা থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূল বক্তব্য রাখা হচ্ছিল। বলা হয়, এই বিশ্ববিদ্যালয়েই যত নষ্টের গোড়া। এখানে রোজ আল্লাহু আকবর ধ্বনি দেওয়া হয়। ওই কথা শুনে তিনি হেসে ফেলেন। বলে ফেলেন, যা বলা হচ্ছে তা মিথ্যে। তার পরেই তাঁর ওপরে হামলা চালান কয়েকজন মহিলা। ধাক্কা দিয়ে মারধর করতে থাকেন।
তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিজয়গড়ে যাচ্ছিলেন পিনাকী ঢোলে এবং রাহি রায় নামে দুই পড়ুয়া। বিষয়টি দেখে এগিয়ে যান তাঁরা। এই অন্যায় দেখে প্রতিবাদ করতে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে পরে ফেসবুক পোস্টে দাবি করেছেন পিনাকী। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারে এগিয়ে এলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ তাঁদের। যদিও পুলিশ সূত্রে খবর, বিজেপি’‌র সভা চলাকালীন এনআরসি, সিএএ মানছি না মানব না বলে স্লোগান দেয়। তারপরেই পড়ুয়াদের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি বেধে যায়। ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ।