ব্রেকিং নিউজ

বিচারককে জুতো জঙ্গি মুসার!‌

মামলার শুনানি চলাকালীন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক প্রসেনজিৎ বিশ্বাসকে লক্ষ্য করে জুতো ছুঁড়ল আইএস জঙ্গি মুসা। যদিও বিচারকের গায়ে না লেগে তা এসে আঘাত করে পাশেই দাঁড়ানো এক কৌঁসুলির কানে। কিছু বোঝার আগেই মুসার অন্য পাটির জুতোটিও উড়ে এসে পড়ে সেখানে। এই ঘটনায় এজলাসে ব্যাপক শোরগোল পড়ে যায়। দ্রুত কোর্ট ছেড়ে চেম্বারে চলে যান মুখ্য বিচারক। তাঁর সাফ জবাব, ‘‌আমার বিচার আল্লা করবে। আপনার বিচার করার কোনও অধিকার নেই।’‌
অভিযোগ, বিচারককে উদ্দেশ করে গালিগালাজ করতে থাকে। আত্মহত্যার হুমকিও দেয় ধৃত আইএস জঙ্গি। এরপরই জুতো ছুঁড়ে মারে সে। যা গিয়ে লাগে এক আইনজীবীর কানে। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলে পুলিশ। তাকে লকআপে নিয়ে যায়। মুসার আইনজীবী দীপঙ্কর দাস পট্টনায়েক বলেন, ঘটনার তীব্র নিন্দা করছি। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা চাই, মুসার মতো হাই–প্রোফাইল জঙ্গিদের কোর্টে সরাসরি হাজির না করিয়ে জেল হেপাজতে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার বিচার প্রক্রিয়া চলুক।
উল্লেখ্য, আলিপুর জেলে থাকাকালীন ২০১৭ সালে এক ওয়ার্ডেনের গলা টিপে মারার চেষ্টা করেছিল মুসা। এরপর ২০১৯ সালের জানুয়ারি মাসেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। প্রেসিডেন্সি জেলেও এক ওয়ার্ডেনকে মারার চেষ্টা করে মুসা। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয় ওয়ার্ডেনের। অল্পের জন্য বেঁচে যান ওই ওয়ার্ডেন। ২০১৬ সালে গ্রেপ্তার হয়েছিল মসিরউদ্দিন ওরফে আবু মুসা ওরফে মুসা নামের এই আইএস জঙ্গি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএ আইনে মামলা দায়ের করে এনআইএ।