লিড নিউজ

বায়ুসেনায় সামিল অ্যাপাচে, শক্তিশালী ভারত

অত্যাধুনিক প্রযুক্তির আটটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এল ভারতীয় বায়ুসেনার দখলে। মঙ্গলবার পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আনা হল আমেরিকার তৈরি এই কপ্টারগুলি। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। পুরো নাম বোয়িং এএইচ–৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। বায়ুসেনার এমআই–৩৫ কপ্টারের পরিবর্তে কাজ করবে এই শক্তিশালী চপার।
এ দিন পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে বোয়িং এএইচ–৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টারকে জল কামানে স্বাগত জানানো হয়। ভারত বিশ্বের ষষ্ঠদশ রাষ্ট্র হিসাবে বোয়িং এএইচ–৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টারের ব্যবহার শুরু করল। বায়ুসেনার জনসংযোগ আধিকারিক অনুপম বন্দ্যোপাধ্যায় জানান, এই চপারগুলি ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল। এখনও পর্যন্ত আটটি কপ্টার আছে। ধাপে ধাপে আসবে ২২টি যুদ্ধবিমান। সবকটিই বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে।
মনে রাখা দরকার, এই হেলিকপ্টারে করেই পাকিস্তানের অ্যাবটাবাদে ঢুকে লাদেনকে মেরে এসেছিল আমেরিকা। মিশনের নাম ছিল ‘অপারেশন নেপচুন স্পিয়ার’। ভারতে এল সেই অ্যাপাচে। ‘অপারেশন নেপচুন স্পিয়ার’–এর পর এই অ্যাপাচের নাম শুনলেই আঁতকে ওঠে পাকিস্তান। গত পাঁচ মাসের মধ্যে এই নিয়ে বড় ইনডাকশন হল বায়ুসেনায়। মার্চে চণ্ডীগড় বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনার অন্তর্ভুক্ত হয় অত্যাধুনিক চিনুক হেলিকপ্টার। গত ২৭ জুলাই এই কপ্টারের প্রথম ব্যাচটি এসে পৌঁছায় গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে। বেশ কয়েক ধাপ পরীক্ষার পর সেটিকে পাঠানো হয়েছে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে।