পাকিস্তানর সিন্ধ প্রদেশে বাস ও এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধের সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে। গভীর রাতের এই দুর্ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, রোহরি স্টেশনের কাছেই কান্ধরা ক্রসিং দিয়ে পেরোচ্ছিল যাত্রিবাহী বাসটি। তখন দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি বাসে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাসটি একদম দুমড়ে–মুচড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়ে। বেশি রাতের খবর এখনও পর্যন্ত ৩০টি মৃতদেহ হাসপাতালে পৌঁছেছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। রাতের অন্ধকারে দুর্ঘটনাস্থলের এক কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধারকাজ চলছে।
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পিপিপির চেয়ারপার্সন বিলাওল ভুট্টো জারদারি। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। ইমরান খানের দিকে তোপ দেগে বলেন, আর কতগুলো দুর্ঘটনা ঘটলে উনি পদত্যাগ করবেন?
এই দুর্ঘটনা বাসচালকের ভুলে নাকি রেলওয়ে ক্রসিংয়ের দায়িত্বে যিনি ছিলেন, তাঁর ভুলে সেটা এখনও স্পষ্ট নয়। এক্সপ্রেস ট্রেন আসার সময় কী করে বাসটি ক্রসিং পেরোচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। রেলের সূত্রে খবর, এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে আসছিল। ট্রেনের ধাক্কায় যাত্রিবাহী বাসটি রেললাইন থেকে কয়েক’শো মিটার দূরে ছিটকে যায়। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।