বাম–বিজেপি’র সমর্থকদের মিছিল, পাল্টা মিছিলে ধুন্ধুমার গ্র্যান্ড হোটেলের সামনের রাস্তা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন খোদ জয়েন্ট সিপি ক্রাইম এবং ডিসি সেন্ট্রাল। অমিতের কলকাতা সফরের আগে থেকে সক্রিয় বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব। সেই অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যায়। অমিত শাহকে কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বাম–কংগ্রেস কর্মী সমর্থকেরা। বেশ কিছু ছাত্র সংগঠন ও পড়ুয়ারা সেই বিক্ষোভে সামিল হন।
অমিত শাহের শহরে আসার প্রতিবাদে ৯ জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বাম–কংগ্রেস। এদিন বিমানবন্দরের ১ নম্বর গেটে বিক্ষোভ দেখায় বাম সমর্থকরা। অমিত শাহকে তাঁরা কালো পাতাকা ও কালো বেলুন দেখান। পার্ক সার্কাসে কোয়েস্ট মলের সামনে থেকে পার্ক সার্কাস পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে বামেরা। গড়িয়াহাট মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বামেরা।
যাদবপুর থেকে সন্তোষপুর পর্যন্ত বিধানসভায় বামেদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে বাম কর্মী, সমর্থকরা। সুজন বলেন, ‘পশ্চিমবাংলায় মোদী, শাহ স্বাগত নন। দুনিয়ার কাছে ভারতের মাথা হেঁট করেছেন। যাঁর হাত দিল্লির দাঙ্গায় রক্তাক্ত তাঁকে বাংলার মাটি স্বাগত জানাবে না। যতবার তিনি কলকাতায় আসবেন গো ব্যাক শুনতে হবে।’ শহিদ মিনারে বিজেপি’র মিছিলের একটু আগেই ধর্মতলায় পৌঁছে যায় বামেদের একটি মিছিল। পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে গ্র্যান্ড হোটেলের সামনে। পাশাপাশি রাস্তায় গেলেও দুটি মিছিলকে ঘিরে ধুন্ধুমার বেধে যায় পুলিশের সঙ্গে। পুলিশ কোনওক্রমে তাদের ঠান্ডা করে।