ব্রেকিং নিউজ

বাতিল ৪৯ লোকাল ট্রেন

আজ থেকে সপ্তাহ জুড়ে শিয়ালদহ ডিভিশনের মেন শাখার রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে। ইছাপুর–নৈহাটি স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করার জন্য রবিবার থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ লোকাল ট্রেন বাতিল করতে চলেছে পূর্ব রেল। আজ আপ–ডাউন মিলিয়ে মোট ৪৯টি লোকাল ট্রেন বাতিল থাকছে।
পূর্ব রেল সূত্রে খবর, ২৬টি নৈহাটি লোকাল, ১৪টি কল্যাণী সীমান্ত লোকাল, ৪টি রানাঘাট লোকাল, ৩টি নৈহাটি–রানাঘাট লোকাল এবং ২টি কৃষ্ণনগর লোকাল বাতিল করা হয়েছে। একটি নৈহাটি লোকাল ও একটি নৈহাটি–বজবজ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। আর কলকাতা–সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ–বালিয়া এক্সপ্রেস, কলকাতা–পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা–জসিডি প্যাসেঞ্জারকে দমদম–ডানকুনি পথে ঘুরিয়ে দেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যে থেকেই এই বিষয়ে শিয়ালদহে ঘোষণা শুরু করেছে রেল। এমনকী ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতেও এই খবরটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। টালা ব্রিজ পুনর্নির্মাণের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। তার উপর শিয়ালদহ মেন শাখায় একাধিক ট্রেন বাতিলের কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠবে বলে মনে করা হচ্ছে। রবিবারই ৬ জোড়া ট্রেন বাতিল ছিল। যার মধ্যে ৩ জোড়া করে শিয়ালদহ–নৈহাটি এবং শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল ছিল।