জেলা রাজ্য

বাতিল সিবিএসই–জয়েন্ট পরীক্ষা

সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বারবারই হোম কোয়ারেন্টাইনের উপর জোর দেওয়া হচ্ছে। এই অবস্থায় ৩১ মার্চ পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেওয়া সিদ্ধান্ত নিল সিবিএসই বোর্ড। এমনকী বাতিল করে দেওয়া হয়েছে আইআইটি জয়েন্ট মেইন, ইউজিসি, এআইসিটিই, এনআইওএস–এর পরীক্ষাগুলিও। ৩১ মার্চের পর নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে।
সতর্কতা হিসেবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। এদিন একাধিক শিক্ষা নিয়ামক সংস্থার সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের স্পষ্ট বক্তব্য, ’‌বার্ষিক শিক্ষা সূচি বজায় রাখতে পরীক্ষা যেমন জরুরি। ঠিক ততটাই জরুরি পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ও শিক্ষক–শিক্ষিকাদের স্বাস্থ্যের সুরক্ষা।’‌
সিবিএসই–র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হিংসার কারণে উত্তপ্ত উত্তর–পূর্ব দিল্লির স্কুলগুলিতে বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। পরিবর্তিত সূচি খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। নাগরিকত্ব আইন নিয়ে হিংসায় অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর–পূর্ব দিল্লির। এই অবস্থায় দ্রুত পরীক্ষার সূচি বদলানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডকে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই এই ঘোষণা করে সিবিএসই।
তবে আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়নি। ওই পরীক্ষাগুলি সূচি অনুযায়ী চলবে বলে সংবাদসংস্থা পিটিআই–কে জানিয়েছেন আইসিএসই বোর্ডের সিইও এবং সভাপতি গেরি আরাথুন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আসন্ন জেইই মেইন পরীক্ষাও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। এই পরীক্ষা হওয়ার কথা আগামী ৫,৭, ৯ এবং ১১ এপ্রিল। পরীক্ষার নতুন দিন ৩১ মার্চের পর ঘোষণা করা হবে।